Latest News

6/recent/ticker-posts

Ad Code

ভাইরাল- পুলিশকর্মী মাস্ক পরে থানার বাইরে বানরকে কলা খাইয়ে দিচ্ছে


করোনা বিপর্যয়ে ঘোর সংকটে বিশ্ব। মানুষের দিকে সহযোগিতার বাড়িয়ে দিচ্ছে মানুষই। কিন্তু পশু-পাখিদের কি হবে? তাঁদের পাশে দাড়াচ্ছে বিভিন্ন পশুপ্রেমী মানুষ ও সংগঠন।

পশুপ্রেমী এক পুলিশকর্মীর ভিডিও ভাইরাল হয়ে গেছে নিমেষেই। পুলিশের এই মানবিক মুখ সামনে আসতেই নেটিজেনরা প্রশংসায় পঞ্চমুখ। 

ভিডিওতে দেখা যাবে, উত্তরপ্রদেশের এক পুলিশকর্মী মাস্ক পরে থানার বাইরে বেরিয়ে একটা চেয়ারে বসে হাত কাটা এক বানরকে কলা খাইয়ে দিচ্ছে। রীতিমতো খোসা ছাড়িয়ে ফোনে কথা বলতে বলতে কলা খাওয়াচ্ছেন তিনি। তাঁর সহকর্মীরা সেই ভিডিও শ্যুট করে পোস্ট করেন সোশাল মাধ্যমে। বিভিন্ন মাধ্যম ঘুরে এখন বেশ ভাইরাল সেই ভিডিও। খুশবু নামে এক টুইটারে সেই ভিডিও পোস্ট করে লিখেছেন, "সকাল বেলা ঘুম থেকে উঠে এমন দৃশ্য দেখে মনটা ভরে গেল!।"

Ad Code