কংগ্রেস-এর অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধী কংগ্রেসের নতুন নীতি নির্ধারক কমিটি গঠন করেছেন। এই কমিটির শীর্ষে রয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিং। প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিং- এর সভাপতিত্বে দলের বিভিন্ন বিষয় নিয়ে মতামত গঠনের জন্য ১১ জন সদস্যের একটি পরামর্শমূলক দল গঠন করেছেন তিনি। সদস্যদের মধ্যে রাহুল গান্ধী এবং পি চিদাম্বরমও আছেন। এই কমিটির আহ্বায়ক দলের মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা বলে সুত্রের খবর। প্রতিদিন অনলাইন মাধ্যমে বৈঠক করবে এই কমিটি। সাম্প্রতিক বিষয়ে দলের অবস্থান ও কৌশল নির্ণয়ে হবে সেই বৈঠক বলে জানা গেছে।

এই কমিটিতে যারা রয়েছেন তাঁরা হলেন- 

১। ড. মনমোহন সিং, চেয়ারম্যান 

২। রাহুল গান্ধী 

৩। রণদীপ সুরজেওয়ালা, আহ্বায়ক

৪। কে সি বেনুগোপাল

৫। পি চিদম্বরম

৬। মনীশ তিওয়ারী 

৭। জয়রাম রমেশ 

৮। প্রবীন চক্রবর্তী 

৯। গৌরব বল্লভ 

১০। সুপ্রিয়া শ্রীনাথ 

১১। রোহন গুপ্তা। 

শনিবার এই কমিটি গঠন করেন কংগ্রেস-এর অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধী। কে সি বেনুগোপাল এই নিয়ে একটি প্রেস বিবৃতিতে নাম গুলো প্রকাশ করেন।