উত্তরের গুণী সুজন আমিনুর রাহমান 
শুভাশিস দাশ 


উত্তরের গুনী মানুষদের নিয়ে এই কলাম । প্রতি সপ্তাহে এই গুনী মানুষদেরকে নিয়ে কিছু কথা লিখতে পেরে ভালোই লাগে । এবারের আয়োজনে আছেন উত্তরের বিশিষ্ট গুনী মানুষ আমিনুর রাহমান । তাঁর বহুমুখী প্রতিভা । একাধারে ছড়াকার , কবি , চিত্র শিল্পী এবং গল্পকার । 
কোচবিহারের দিনহাটা মহকুমার সীমান্তবর্তী গীতালদহ গ্রামের আমিনুর রাহমান ছোটবেলা থেকেই লেখা ও ছবি আঁকার প্রতি ঝোঁক ছিল । 
প্রত্যন্ত গ্রামে থেকেই শিল্প সাহিত্যের চর্চা চালিয়ে যাচ্ছেন তিনি । তাঁর সম্পাদনায় প্রকাশিত হয় হাতে লেখা পত্রিকা ' বৈঠা ' । বৈঠা ' উত্তরের সাহিত্য আঙিনায় বেশ সমাদৃত । 
জীবনে পুরস্কার পেয়েছেন অনেক । তাঁর বাবা ও মা র কাছে পেয়েছেন এই সব কর্মকাণ্ডের উত্সাহ । 
তাঁর কবিতা ছড়া প্রকাশ পেয়েছে দুই বাংলার অজস্র পত্রপত্রিকায় । 
তাঁর কলম চলুক আরো অনেকদিন এই শুভ কামনা রইলো ।