রাহুল আলম,আমগুড়ি,ময়নাগুড়িঃ
আজ ময়নাগুড়ি ব্লকের দক্ষিণ খাগড়াবাড়ির দাস পাড়ায় তৃণমূল ছাত্র পরিষদ পক্ষ থেকে তৃণমূল ছাত্র পরিষদএর জেলা সভাপতি অভিজিৎ সিনহার উপস্থিতিতে ও নির্দেশে এবং ময়নাগুড়ি-১ নং ব্লক তৃণমূল ছাত্র পরিষদের কার্যকারি সভাপতি সৌম্যদীপ গোপ এর উদ্যোগে ত্রান সামগ্রী বিতরণ করা হয়।
জানা গেছে, এদিন 250 জন দুস্থ সাধারণ মানুষদের চাল, ডাল, সয়াবিন , ১টি করে সাবান, বিতরণ করা হয়।
উপস্থিত ছিলেন ময়নাগুড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয় শিবম রায় বসুনিয়া,1নং ব্লক তৃনমূল কংগ্রেস সভাপতি ডালিম রায়, জেলা তৃনমূল ছাত্র পরিষদের সহ সভাপতি সান্তানু অধিকারী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।
Social Plugin