ধীরে ধীরে জাঁকিয়ে বসছে করোনা সংক্রমণ। করোনা সংক্রমণ রুখতে তৎপর কেন্দ্র সরকার। নিয়েছে একাধিক পদক্ষেপ। কেন্দ্রের সাথে সাথে রাজ্য সরকার গুলিও কোমর বেঁধে নেমে পড়েছে করোনা যুদ্ধে জয় লাভ করতে। 

এদিকে, করোনা পরীক্ষা নিয়ে এদিন নির্দেশ বদল সুপ্রিম কোর্টের। করোনা সংক্রমণ হয়েছে তা জানতে রোগীর টেস্ট করা জরুরী। এর জন্য খরচ ৪৫০০ টাকা বলে জানা গেছে। কিন্তু গরীব- দুঃস্থ মানুষদের লাগবে না কোনও টাকাই। তবে থাকতে হবে আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায়। আর যারা টাকা দিতে পারবে তাঁদের টাকা দিয়েই করাতে হবে টেস্ট। 

আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় হলে বিনামূল্যে পরীক্ষা হবে করোনার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট।বেসরকারি ল্যাবগুলিতে করোনা পরীক্ষার জন্য ৪৫০০ টাকা পর্যন্ত নেওয়া যেতে পারে। ৪৫০০ টাকা পর্যন্ত নিতে পারে করোনা পরীক্ষাকেন্দ্রগুলি। যাঁরা এই টাকা দিতে সক্ষম তাঁরা টাকা দেবেন। এই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট।