লকডাউনের মেয়াদ বৃদ্ধি, অনির্দিষ্টকালের জন্য স্থগিত IPL
 
IPL এর ২০২০ সংস্করণ শুরু হওয়ার কথা ছিল ২৯ শে মার্চ। কিন্তু করোনার প্রকোপে টানা ২১ দিনের লকডাউন ঘোষণা হওয়ায় ভারতীয় ক্রিকেট বোর্ড IPL নিয়ে সিদ্ধান্ত ১৫ এপ্রিলের পর নেওয়া হবে বলে জানিয়েছিল। বাংলা সহ বেশ কিছু রাজ্যে ৩০ এপ্রিল পর্যন্ত লকডাউন ঘোষণা করতেই টুর্নামেন্ট হওয়া নিয়ে সংশয় দেখা দেয়। এরপর নববর্ষের সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৩ মে পর্যন্ত লকডাউন বৃদ্ধি করতেই ভারতীয় বোর্ড IPL অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দেয়।

https://twitter.com/ANI/status/1249964439270567937?s=19

দুদিন আগেই BCCI প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়েছিলেন, 'গোটা পরিস্থিতির ওপর নজর রাখছি, লকডাউনে রেল, বিমানসহ সমস্ত কিছু বন্ধ। তাই এই পরিস্থিতিতে কোনো টুর্নামেন্ট আয়োজন সম্ভব নয়।' পূর্বঘোষণা মতো ১৪ এপ্রিলের পর IPL নিয়ে সিদ্ধান্তের কথা থাকলেও মোদির আজকের ঘোষণার পর আপাতত তা অনিশ্চিত।