করোনা মোকাবিলায় কেন্দ্র সরকার তৎপর। একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে সরকার। সাথে সাথে করোনা মোকাবিলায় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে অভিনেতা-থেকে খেলোয়াড়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশে দেশজুড়ে ২১ দিনের লক ডাউন আরম্ভ হয়েছে। ইতিমধ্যে, একটি ফান্ডও খোলা হয়েছে, পিএম কেয়ারস ফান্ড। একে একে অনেকেই সেই ফান্ডে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে। এবার এগিয়ে এল আরও একটি সাহায্যের হাত। মাইক্রোসফট সিইও সত্য নাদেলার স্ত্রী অনুপমা নাদেলা।
মাইক্রোসফট সিইও সত্য নাদেলার স্ত্রী অনুপমা নাদেলা পিএম কেয়ারস ফান্ডে ২ কোটি টাকা দিয়েছেন। তাঁর পরিবার সূত্রে এ কথা জানা গিয়েছে।
তাঁর এই পদক্ষেপ স্বাগত জানিয়েছেন উপ রাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু। মাতৃভূমির প্রতি তাঁর এই ভালবাসা ও কর্তব্যবোধের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন উপ রাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু।
Happy to know Smt Anupama Nadella contributed from her personal income a sum of Rs. 2 crores each to PM-CARES FUND and Chief Minister’s Relief Fund of Telangana to combat COVID-19.Her gesture shows her concern for her motherland though she is living abroad #PMCARES #CMReliefFund— Vice President of India (@VPSecretariat) March 30, 2020
Social Plugin