করোনা সংক্রমন রুখতে সারা দেশে ২১দিনের লক ডাউন চলছে। এর জেরে দিনমজুর দিন এনে দিন খাওয়া মানুষেরা চাপে পড়ে গেছে। রেশন থেকে চাল, আটা দেওয়া হলেও তা পর্যাপ্ত নয়। আর তাই সেইসব মানুষের পাশে দাড়াচ্ছে বিভিন্ন সংগঠন।
সিতাইয়ের জাটিগাড়া গ্রামের সর্বহারা ক্লাবও দুঃস্থ, অসহায় দিনমজুরদের পাশে দাড়াতে উদ্যোগী হয়। এদিন ক্লাব প্রাঙ্গনেই দুঃস্থ, দিন মজুর মানুষদের হাতে খাদ্য সামগ্রী তুলে দিল সর্বহারা ক্লাব। ক্লাবের তরফ থেকে এদিন সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য সুরক্ষা বলয় এঁকে দেওয়া হয়। তারপর, ক্লাবের সকল সদস্য এঁকে এঁকে সকলের হাতে চাল, ডাল, আলু ও সাবান প্রদান করে।
জুয়েল রায় সরকার নামে এক স্থানীয় যুবক জানায়, 'সর্বহারা ক্লাবের এই উদ্যোগকে সাধুবাদ জানাই। তাঁদের একান্ত এই প্রচেষ্টা সকল দুঃস্থ দিন মজুর মানুষদের মুখে হাসি ফুটিয়েছে। দু-বেলা দুমুঠো খাবারের অভাবে ক্ষুধার্ত হয়ে আছে তাঁরা অন্তত খেতে পারছে, তা বেশ খুশিরও।' অন্যদিকে সর্বহারা ক্লাবের সকল সদস্য সাহায্যের হাত বাড়াতে পেরে বেশ খুশি।
Social Plugin