pic source: twitter @deoRampur 
করোনা সংক্রমণের জেরে ২১ দিনের লক ডাউন। ঘরে বসে কাজ কর্ম করেই কেটে যাচ্ছে দিন। কিন্তু মুখ রোচক খাবারের কথা কি মানুষ ভুলতে পারে। তাই মন উশখুশ সিঙাড়ার জন্য। এদিকে তো দোকানবন্ধ। তবে উপায় একটাই হেল্প লাইন। 

আর সেই হেল্প লাইনে ফোন করেই সিঙাড়া চেয়ে পাঠালেন এক ব্যাক্তি।করোনা মোকাবিলায় যে নম্বরে ফোন করার নির্দেশ দিয়েছে উত্তরপ্রদেশ সরকার সেখানেই ফোন করে সিঙাড়ার অর্ডার দিলেন এক ব্যক্তি।আর সঙ্গে সঙ্গেই সক্রিয় ভূমিকায় পদক্ষেপ নিলেন রামপুর জেলা ম্যাজিস্ট্রেট অঞ্জনেয় কুমার সিং। অর্ডার দেওয়ার কিছুক্ষণের মধ্যেই সিঙাড়া পৌঁছে দেওয়া হয় অভিযুক্তের বাড়িতে। 

জানা গেছে ধমকধামক, শাস্তির ভয় দেখানোর পরেও ওই ব্যক্তি নাকি বারেবারে ফোন করে ব্যতিব্যস্ত করেছে সবাইকে। আর শাস্তি হিসেবে হাতে ধরিয়ে দেওয়া ঝাঁটা। সেই ছবিও এনেছেন প্রকাশ্যে। রামপুর ডিএম-এর টুইটার হ্যান্ডেলে সেই ছবি পোস্ট করা হয়েছে।