খাদ্যের যোগান দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিল আসাম বাঙালি যুব ছাত্র ফেডারেশন
শুভাশিস দেবনাথ, প্রতিনিধি, গোসাইগাঁওঃ করোনা ভাইরাসের জেরে গোটা বিশ্ব আজ অচল অবস্থায়, একই সমস্যায় গ্রাস করে নিয়েছে ভারতবাসীকেও। এই প্রাদুর্ভাবের জন্য আসাম গোসাইগাঁও এলাকার জনসাধারণেরও চলাচল সীমিত ও রোজগার স্থগিত হওয়ায় দিন হাজিরা করা ও লেবার শ্রেনীর মানুষের পক্ষে দুমুঠো খাবার জোটাতে না পারায় অনাহারে দিন কাটাচ্ছিল তারা।
সারা আসাম বাঙালি যুব ছাত্র ফেডারেশনের গোসাইগাঁও জেলা সংগঠনের উপ: সভাপতি শ্রী প্রবীন পাল ও সম্পাদক শ্রী মিহীর দাস এই ব্যাপারে জানতে পেয়ে আবেগিক হয়ে সংগঠনের সভাপতি শ্রী উত্তম সাহাকে অবগত করায় ও সেই অনাহারে ঘরে আবদ্ধ হয়ে থাকা প্রায় ১৩৬ টি পরিবারের পাশে দাঁড়িয়ে খাদ্যের যোগান ধরায় সারা আসাম বাঙালি যুব ছাত্র ফেডারেশন।
উত্তমবাবু জানায় "গত দুই দিনে কোকরাঝার জেলার, গোসাইগাঁও নগরের বিভিন্ন স্থানে ১৩৬ টি দুঃস্থ পরিবারকে (চাল, ডাল, সরষের তেল, কাচা শব্জি, বিস্কুট, সাবান ও সয়াবিন) বিতরণ করে।" সারা বিশ্ব ব্যাপী COVID19 (করোনার) মহামারির দুর্যোগে নিজেদের পরোয়া না করে সমাজের পাশে দাঁড়িয়ে মনুষ্যত্বের পরিচয় দেয় এবং একই সঙ্গে সরকার কর্তৃক নির্দেশিত করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ প্রতিরোধের বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করে সকলকে অনুরোধ করে বলে - 'ঘরে থাকুন, সুস্থ থাকুন।'
Social Plugin