Latest News

6/recent/ticker-posts

Ad Code

বড়শাকদলে সবুজ পল্লী ক্লাবের মানবিক মুখ


আজ দিনহাটা ২নং ব্লকের অন্তর্গত বড়শাকদল অঞ্চলে সবুজ পল্লী ক্লাবের উদ্যোগে বেশ কিছু পরিবারকে সবজি বিতরণ করা হয়। সেই সাথে করোনা সচেতনতা বাড়াতে ক্লাব সদস্যরা বিশেষ উদ্যোগ নেয়।

তারা মানুষের মধ্যে স্যোশাল ডিস্ট্যান্স বজায় রাখা, মাস্ক পরার পরামর্শ দেন। বেশ কিছু মানুষের মধ্যে তারা মাস্কও বিতরণ করেন। ক্লাব সদস্য দীপক পাল, পার্থ কর, জয় দেব ও বাপ্পাদিত্য রায় জানান , তারা মানুষের পাশে আছেন এবং তাদের সাধ্যমত সাহায্য করে যাবেন। 

তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বিশিষ্ট মহল। 

অপরদিকে আজ বড়শাকদল গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকেও করোনা সচেতনতা প্রচার চালানো হয়। 

অঞ্চলের অন্তর্গত ব্যাঙ্কের সামনে স্যোশাল ডিস্ট্যান্স যাতে বজায় রাখা হয় সে বিষয়ে গ্রাম পঞ্চায়েত প্রধান তাপস দাস মানুষদের কাছে আবেদন জানান।

আরও পড়ুনঃ দ্বিতীয় দফায় চাল,আলু সরবরাহকে সমর্থন ও বেশ কয়েকটি বিষয়ে পরামর্শ সহ সরকারকে খোলা চিঠি ABPTA-এর 

Ad Code