সারা দেশে চলছে ২১ দিনের লক ডাউন, পূর্বের ঘোষণা মত আগামী ১৪ তারিখ লক ডাউনের শেষ দিন কিন্তু দেশের করোনা আক্রান্ত ক্রমেই বেড়ে চলেছে তাই লক ডাউন ও দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে আলোচনা করলেন প্রধান মন্ত্রী l

১৪ তারিখ লকডাউন ওঠার কথা থাকলেও বর্তমান পরিস্থিতিতে লকডাউনের মেয়াদ বাড়িয়েছে ওড়িশা ও পাঞ্জাব। একই পথে হেঁটে ৩০ এপ্রিল পর্যন্ত লকডাউনের মেয়াদ বৃদ্ধির আবেদন করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও এবং মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেও লকডাউনের মেয়াদ বৃদ্ধির সওয়াল করেছেন। ১০ টি রাজ্য ৩০ শে এপ্রিল পর্যন্ত লক ডাউন রাখার প্রস্তাব দেয় l ইতি মধ্যে হরিয়ানা, পাঞ্জাব, মহারাষ্ট্র, ওড়িষ্যা লক ডাউন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে l 

সারা দেশে হট স্পট চিহ্নিত হয়েছে, হট স্পটগুলিতে চলবে সুপার লক ডাউন l 

আনন্দবাজার সূত্রে খবর- প্রশাসনের তরফে ওই হটস্পটগুলির নাম প্রকাশ্যে আনা হয়নি। যদিও নবান্নের একটি সূত্র জানাচ্ছে, উত্তর ২৪ পরগনার দমদম-সল্টলেক, পূর্ব মেদিনীপুরের এগরা-হলদিয়া, দক্ষিণ ২৪ পরগনার মহেশতলা-নয়াবাদ, নদিয়ার তেহট্ট, কালিম্পং, আলিপুরদুয়ার, দক্ষিণ কলকাতার পণ্ডিতিয়া রোড এলাকা, হাওড়ার সালকিয়া-শিবপুর— সম্ভাব্য হটস্পট হিসাবে চিহ্নিত করা হচ্ছে। এই হটস্পটগুলির আশপাশের এলাকাকে ‘ক্লাস্টার’ বলা হচ্ছে। সেখানেও সম্পূর্ণ লকডাউন না থাকলেও, কড়াকড়ি থাকবে বেশ কিছু ক্ষেত্রে।

এই সুপার লক ডাউনে কী হতে চলেছে তা এখনো জানা যায়নি l