করোনা সংক্রমণের জেরে চলছে লক ডাউন। রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী খাদ্যের জোগান দিতে বিদ্যালয়ের মিড-ডে মিলের চাল- আলু বিতরণ শুরু হয়েছে। আজ থেকে চলছে দ্বিতীয় পর্বের চাল-আলু বিতরণ। প্রতি শ্রেণি অনুযায়ী বিতরণের দিনক্ষনও ঠিক করে দিয়েছে সরকার। 

দিনহাটা মহকুমার বেশ- কিছু বিদ্যালয়ে এদিন সামাজিক দূরত্ব মেনে সরকারী নির্দেশ মতোই অভিভাবক- অভিভাবিকারাই চাল-আলু সংগ্রহ করতে হাজির হয়েছে। রীতিমতো সময় মতো হাজির হয়েছে দায়িত্বে থাকা শিক্ষক- শিক্ষিকারাও। নিয়ম মেনেই চলছে চাল ও আলু বিতরণ। 

তবে দিনহাটা মহকুমার বেশ কিছু স্কুলে সময় মতন আলুর যোগান দেওয়া হয়নি বলে খবর ( সকাল ১১ টা)। কেন এই বিপত্তি তা নিয়ে অভিভাবক- অভিভাবিকারাও ক্ষোভ প্রকাশ করেছে বলে জানা গেছে। যদিও কিছু স্কুলে সকালে আলু দেওয়া হয় তবু প্রয়োজনের তুলনায় কম বলে অভিযোগ উঠছে।

বাসন্তিরহাট কুমুদিনী উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দেবাশিস দেব জানান, "কাল পর্যন্ত আলু না পৌছানোয় চিন্তায় ছিলাম, তবে প্রশাসনের তৎপরতায় সকাল ১১ টা নাগাদ পর্যাপ্ত পরিমান আলু পৌছে দেওয়া হয় এবং যথারিতি নিয়ম মেনে চাল আলু বিতরণ শুরু করেছি।"