![]() |
pic source: coochbehar police fb page |
করোনা সংক্রমণের জেরে দেশজুড়ে চলছে লক ডাউন। কড়া নিরাপত্তায় ঘেরা রাজ্যের জেলাগুলো। কোচবিহার জেলার সীমান্তে সীমান্তেও চলছে চেকিং। মোট ১২টি নাকা চলছে কোচবিহার জেলায়। আসাম সীমান্ত ৪টি এবং জলপাইগুড়ি আলিপুরদুয়ার সীমান্তে জুড়ে ৮টি নাকা চলছে। নাকা গুলোর সাথে জেলার বিভিন্ন প্রান্তে কড়া নজরদারি চালাচ্ছে পুলিশ। এর আগে বহুবার সে ছবি সামনে এসেছে। বাইরের অবাঞ্ছিত ব্যাক্তির অনুপ্রবেশ আটকাতেই এই কড়া নজরদারি। লক ডাউন হলেও অত্যাবশকীয় পণ্যদ্রব্যের ওপর ছাড় দেওয়া হয়েছে। আর সেই সুযোগকেই কাজে লাগাচ্ছে একদল অসাধু মানুষ। ফুটে উঠছে অত্যাবশকীয় পণ্যের গাড়িতে মাদক দ্রব্য পাচারের মতো ঘটনা।
গত বুধবার মেখলিগঞ্জ চ্যাংড়াবান্দা নাকায় ১২৩কেজি গাঁজা উদ্ধার করে মেখলিগঞ্জ থানার পুলিশ। জানা গেছে, এদিন সন্ধ্যায় তরমুজ বোঝাই একটি পিকআপ ভ্যান নাকা দিয়ে যাচ্ছিল। পুলিশ সন্দেহবশত সেই গাড়ি আটকায় ও তল্লাশি চালায়। তল্লাশি চালিয়ে ১২৩ কেজি গাঁজা উদ্ধার করে। যার বর্তমান বাজার মূল্য প্রায় ৫ লক্ষ টাকা। কোচবিহার জেলা পুলিশের এই গাঁজা উদ্ধার এক অন্যতম সাফল্য। এর আগেও একাধিকবার কোচবিহার জেলা পুলিশের সক্রিয়তার প্রমান পাওয়া গেছে। লক ডাউনে সেই সক্রিয়তাকে আরও পোক্ত করেছে কোচবিহার পুলিশ।
Social Plugin