SER 21 দিনহাটা ২০-০৪-২০২০ :- করোনা সংক্রমণ রুখতে দেশজুড়ে চলছে লক ডাউন। ঘরবন্দি মানুষ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশে লক ডাউনের মেয়াদ বেড়ে ৩রা মে পর্যন্ত লক ডাউন চলার নির্দেশিকা জারি হয়েছে। এমন কঠিন পরিস্থিতিতে দুবেলা দুমুঠো খাবার জোগাড়েও ব্যর্থ সমাজের এক শ্রেণির মানুষ। কর্মহীন, দুঃস্থ-এই অসহায় মানুষদের পাশে দাড়াচ্ছে বিভিন্ন সংগঠন ও এলাকার যুবকদল। 

এদিন দিনহাটা সংহতি ময়দানে 'হলের মাঠ আড্ডা' নামে একটি গ্রুপের পক্ষ থেকে দুঃস্থ- অসহায় মানুষদের পাশে দাঁড়ালো। দিনহাটার শতাধিক দুঃস্থ মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দাওয়া হল তাঁদের পক্ষ থেকে। সামাজিক দূরত্ব মেনেই সংহতি ময়দানেই চলছে এই মহৎ কর্মযজ্ঞ। ত্রাণ পেয়ে যেমন খুশি প্রাপকরা তেমনি খুশি গ্রুপের সকলেই। স্থানীয় বিশিষ্টজনেরা তাঁদের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করে।  


উদ্যোক্তা দের মধ্যে একজন জানান, মোট ১২০ জন কে ত্রাণ সামগ্রী তুলে দাওয়া হল এবং২০০ জন কে স্লিপ দাওয়া হয়েছে আগামী দিনে তাদেরকেও খাদ্য সামগ্রী দাওয়া হবে। যাদের কে স্লিপ দেওয়া হয়েছে শুধুমাত্র তারাই এই খাদ্য সামগ্রী পাবে বলে জানানো হয়েছে উদ্যোক্তাদের পক্ষ থেকে।

জানাগেছে মূলত দিনহাটার প্রাণকেন্দ্র সংহতি ময়দানে সন্ধ্যায় আড্ডা দেওয়া একদল ছেলের মিলিত উদ্যোগে তৈরি হয়েছিলো "হলের মাঠের আড্ডা' নামের এই গ্রুপ। গাছ লাগানো থেকে শুরু করে একাধিক সমাজসেবামূলক কাজ এযাবৎ করেছে বলেও ক্লাব সূত্রে জানা গেছে।