SER 21 দিনহাটা:- ৩/৪/২০২০ করোনার জেরে দেশের সর্বত্র লকডাউন চলছে, দিনহাটাতেও তার ব্যাতিক্রম নয়। এমতাবস্থায় দিনহাটার চার যুবক যুবতি ব্যাক্তিগত উদ্যোগে কিছু অসহায় গরিব দুস্থ মানুষদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিলেন। 

কৌশিক বর্মন, প্রশান্ত সাহা, সুভম সাহা ও দেবযানী সরকার জানান- প্রশাসনের অনুমতি নিয়েই আমরা দিনহাটার পুটিমারীর বাঁশতলা ও দাস পাড়া এলাকায় ১০০জন দুস্থ মানুষদের হাতে চাল, ডাল, তেল, সয়াবিন ও আলু তুলে দিয়েছি'

অনেকেই তাদের এই মহতী উদ্যোগ কে সাধুবাদ জানিয়েছেন।