সারাদেশে লকডাউন । এই কঠিন পরিস্থিতিতে খেটে খাওয়া মানুষ গৃহবন্দী। অসহায় অবস্থায় রয়েছে সাধারণ খেটে খাওয়া মানুষগুলো। দিন আনে দিন খায় কিন্তু বাইরে গেলেই করোনা ভাইরাসের ভয়, তার উপর সরকারী নিষেধাজ্ঞা । উনুন জ্বালিয়ে দু মুঠো খাবারের ব্যবস্থা করবে কী ভাবে তা নিয়েই বড় দুশ্চিন্তা।
এই পরিস্থিতিতে আজ কোচবিহারের চিলাখানায় স্থানীয় বাসিন্দা রসিদুল হক্ ব্যাক্তিগত উদ্যোগে প্রায় ১৫০ পরিবারকে চাল, ডাল, সোয়াবিন, তেল ও ডেটোল সাবান দিয়ে সহযোগিতা করে এক নজির গড়লেন।
তাঁর এই সহযোগিতায় খুশি এলাকাবাসী।
Social Plugin