![]() |
pic source: new india express |
করোনা মোকাবিলায় যথেষ্ট তৎপর কেন্দ্র ও রাজ্য। এদিকে করোনা সংক্রমণ রুখতে প্রধানমন্ত্রীর নির্দেশে ২১ দিনের লক ডাউন চলছে সারা দেশে। কিন্তু, এর জেরে সমস্যায় ভুগছে সাধারন মানুষ। দিন এনে দিন খাওয়া দুঃস্থ মানুষদের পেটের খাবার জোগাড়ে খাচ্ছে হিমশিম। তাঁদের পাশে দাড়াচ্ছে বিভিন্ন সংঘটন।
অন্যদিকে প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে খোলা হয়েছে রিলিফ ফান্ড। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এই দুই ফান্ডেই ৫ লক্ষ করে টাকা অনুদান দিয়েছেন। এদিন সেই সহযোগিতার হাত বাড়িয়ে দেন রাজ্যের রাজপালও।
রাজ্যের রাজ্যপাল জগদীপ ধনেকড় করোনা ভাইরাসের মোকাবিলায় মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ১০ লক্ষ টাকা অনুদান দিলেন সাথে সাথে পিএম কেয়ারেও ৫ লক্ষ টাকা দান করেছেন বলে জানিয়েছেন আধিকারিকরা। পাশাপাশি, রাজ্যবাসীকে মুখ্যমন্ত্রীর তহবিলে দান করার আহ্বান জানান তিনি।
Have contributed Rs. TEN LACS to the West Bengal State Emergency Relief Fund @MamataOfficial in an attempt to support our State efforts in fighting COVID-19.— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) April 3, 2020
Also contributed Rs. FIVE LACS @PMOIndia #PMCAREs
APPEAL ALL TO CONTRIBUTE TO WB STATE EMERGENCY RELIEF FUND
Social Plugin