Latest News

6/recent/ticker-posts

Ad Code

প্রচেষ্টা প্রকল্প চালু করা সহ একাধিক দাবি নিয়ে বামেদের বিক্ষোভ



SER-23,বাঁকুড়া২৯এপ্রিল:

দেশ জুড়ে লকডাউন বন্ধ অনেক কারখানা কর্মহীন হয়েপড়েছে অসংখ্য শ্রমিক কোনো কোনো ক্ষেত্রে আবার শ্রমিকদের দু'মাসের বকেয়া বেতন বাকি। শ্রমিকদের জন্য তৈরি করা প্রচেষ্টা প্রকল্প তাও এখন বন্ধ করেছে রাজ্য সরকার, এরই প্রতিবাদে আজ বাম শ্রমিক সংগঠনের সি.আই.টি.ইউ সহ তাদের অনান্য সদস্যরা বাঁকুড়া জেলা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ দেখান । 

প্রচেষ্টা প্রকল্প অবিলম্বে চালু করতে হবে , ১০০০টাকা নয় ন্যূনতম ৫ হাজার টাকা প্রতি মাসে প্রতি শ্রমিকে এই লকডাউন সময় দিতে হবে। রেশন ব্যবস্থা ৫ কিলো চাল নয়২৫ কেজি চাল ও ২কেজি গম প্রত্যেক পরিবারের হাতে তুলে দিতে হবে, বিভিন্ন রাজ্যে আটকে থাকা পরিযায়ী শ্রমিকদের অবিলম্বে ঘরে ফেরার ব্যবস্থা করতে হবে। বিভিন্ন কারখানায় দু মাসের বকেয়া বেতন অবিলম্বে প্রদান করতে হবে। পি এইচ ই কাজের সঙ্গে যুক্তদের সরকারি বিমার আওতায় আনতে হবে এগুলি সহ একাধিক দাবি নিয়ে আজ বাঁকুড়ার জেলাশাসক ও মহকুমার শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ দেখাল বাম শ্রমিক সংগঠনগুলি । 

 অবিলম্বে এই দাবিগুলো পূরণ না হলে সামাজিক দূরত্ব বজায় রেখে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের ডাক দিয়েছেন বাম শ্রমিক নেতৃত্ব।পাশাপাশি তারা এই দাবিগুলি সম্বলিত কাগজের এক কপি প্রতিলিপি জেলাশাসকের দপ্তরে জমা দেওয়ারও কথা বলেন ।

Ad Code