গ্রামের মানুষের কাছে সহজে পৌঁছাতে ই-গ্রাম স্বরাজ অ্যাপ চালু করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। আজ জাতীয় পঞ্চায়েতরাজ দিবস উপলক্ষে ভিডিও কনফারেন্সে দেশের পঞ্চায়েত প্রধানদের সঙ্গে কথা বলেন তিনি। এদিন সকালেই টুইট বার্তায় এই আলোচনার আগাম খবর জানিয়েছিলেন। তবে শুধু নতুন পোর্টালই নয়, সেই সঙ্গে স্বমিতভা যোজনারও সূচনা করেছেন প্রধানমন্ত্রী।

এদিন তিনি দেশের সমস্ত পঞ্চায়েত প্রধানদের সঙ্গে ভিডিও কনফারেন্সে বার্তালাপও করেন। এই নতুন পোর্টাল পঞ্চায়েতি রাজ মন্ত্রকের এক অভিনব উদ্যোগ। এর ফলে এক ইন্টারফেসেই গ্রাম পঞ্চায়েত উন্নয়নের পরিকল্পনা রূপায়িত হবে। অন্যদিকে স্বমিতভা প্রকল্পের অধীনে গ্রামে জমি সংক্রান্ত সমস্যা মিটবে সহজেই।
এই প্রকল্পের মাধ্যমে-
১। গ্রাম স্বরাজ অভিযান প্রকল্পে নানা সরকারি সুযোগ-সুবিধা পৌঁছে দেওয়া হবে।
২। এতে একাধিক কেন্দ্রীয় প্রকল্পকে কাজে লাগানো হবে। যেমন, প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় নামমাত্র খরচে বাড়ি বাড়ি রান্নার গ্যাসের সংযোগ করে দেওয়া হবে।
৩। সৌভাগ্য প্রকল্পে প্রতিটি বাড়িতে বিদ্যুৎ সংযোগ দেওয়া হবে। উজলা স্কিমে সব বাড়িতে কম পয়সায় এলইডি আলো দেওয়া হবে।
৪। কেন্দ্রীয় সরকারের চালু করা প্রধানমন্ত্রী জনধন যোজনায় গ্রামের বাসিন্দারা যাতে নিখরচায় ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে পারেন, তার ব্যবস্থা করা হবে।
৫। প্রধানমন্ত্রী সুরক্ষা বিনা যোজনার আওতায় গ্রামের গরিব পরিবারগুলিকে স্বাস্থ্য বিমার আওতায় আনা হবে।
৬। মিশন ইন্দ্রধনুষের মাধ্যমে ওই সব গ্রামে দু’বছরের কম বয়সি শিশু এবং গর্ভবতী মায়েদের টিকাকরণের ব্যবস্থা করা হবে।
৭। বাছাই করা গ্রামগুলিতে যাতে এই সব কেন্দ্রীয় প্রকল্প সঠিক ভাবে রূপায়িত হয়, তা সুনিশ্চিত করা হবে।

তিনি বলেন, “আত্ম নির্ভরশীল হয়ে চলা- তারই পথ দেখিয়েছে করোনাভাইরাস। আত্ম নির্ভরশীলতা ছাড়া আমরা এই মারণ ভাইরাসের বিরুদ্ধে লড়তে পারব না। বাইরের লোকের সাহায্যের উপরে নির্ভর করা চলবে না। রাজ্য, জেলা সবই এই মহামারীর জেরে আত্ম নির্ভরশীল হয়ে উঠেছে। আর সবাই মিলে ভারতকে এই বিপর্যয়ের বিরুদ্ধে লড়াইয়ে শক্তি জোগাচ্ছে। এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে দেশের গ্রাম পঞ্চায়েতগুলি। তারা স্বনির্ভরতার প্রতিমূর্তি।”

প্রসঙ্গত তিনি জানান- এই মহামারী থেকে অভূতপূর্বভাবে গ্রামগুলি নিজেকে বাচিয়ে রাখতে পেরেছে। গ্রাম থেকে শিক্ষা নিতে হবে সবাইকে।