অসহায় মানুষের পাশে স্থানীয় ব্যবসায়ী
সারা দেশ করোনার ত্রাসে স্তব্ধ, বাদ নেই আমাদের রাজ্যেও l ২১ দিনের লক ডাউন বাড়িয়ে দেওয়া হয়েছে ৩ মে পর্যন্ত l কেন্দ্র থেকে রাজ্য সরকার করোনা মোকাবিলায় যুদ্ধকালীন তৎপরতায় কাজ করে চলেছে l এই চরম পরিস্থিতিতে অসহায় দুঃস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন, চিকিৎসক থেকে শুরু করে সমাজের প্রচুর মানুষ, এরকমই দুঃস্থ দিন আনা দিন খাওয়া মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন কোচবিহার রাজারহাটের স্থানীয় ব্যবসায়ী রঞ্জন আচার্য্য l
আজ ২০০ টি পরিবারের হাতে চাল, ডাল, আলু, তেল, সার্ফ, সাবান থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়া হল l এই খাদ্য সামগ্রী বণ্টনের সময় জীবাণুমুক্তকরন করা হয় আগত গ্রাহকদের ও সুন্দরভাবে সামাজিক দুরুত্ব বজায় রাখা হয় l শ্রী রঞ্জন আচার্য্য জানান এই সময় মানুষের পাশে দাঁড়ানো উচিত সবার, এই দুর্দিনের এভাবে মানুষের পাশে দাঁড়ালে আমরা এই কঠিন সময় পেরিয়ে যেতে পারবো l ব্যবসায়ীর এই বণ্টনে এগিয়ে এসেছে স্থানীয় যুবক বিকি আচার্য্য l তিনি জানান আগামীতে তাঁরা আবার এইভাবে মানুষের পাশে দাঁড়াবেন এবং আগামী সপ্তাহে আবার খাদ্য বণ্টন করা হবে l ব্যবসায়ীর এই মহৎ উদ্যোগে খুশি স্থানীয় বাসিন্দারা।
Social Plugin