লকডাউনের মধ্যেই চাকরী প্রার্থীদের জন্য সুখবর, রাজ্যে হবে ল্যাব অ্যাসিস্ট্যান্ট নিয়োগ
লকডাউনের মধ্যেই চাকরী প্রার্থীদের জন্য সুখবর। জুনিয়র ল্যাবরেটারি অ্যাসিস্ট্যান্ট পদে ৫ জন নিয়োগ করতে চলেছে সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোল সংস্থা। এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশিত হল।
- আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা হতে হবে- নুন্যতম উচ্চমাধ্যমিক পাশ বা বিজ্ঞানে স্নাতকরাই আবেদন করতে পারবেন এই শূন্য পদের জন্য। স্নাতকরা পাবে অগ্রাধিকার। এছাড়া প্রার্থীর থাকতে হবে ল্যাবে কাজ করার পূর্ব অভিজ্ঞতা।
- শুন্যপদ- মোট শুন্যপদ ৫ টি।
- আবেদনকারীর বয়সসীমা- আবেদনকারীর বয়স হতে হবে ২০শে এপ্রিল ২০২০ অবধি ১৮ থেকে ৪০ বছরের মধ্যে। তবে তফশিলি এবং উপজাতিরা পাবেন বয়সের ছাড়।
- বেতন- প্রার্থীদের মাসিক বেতন হল, প্রতি মাসে ২৫,০০০ টাকা থেকে ৮১,০০০ টাকা।
- প্রার্থী বাছাই পদ্ধতি- শুধুমাত্র লিখিত পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই হবে।
- আবেদনের ঠিকানা- দ্য ডিরেকটর, সেন্ট্রাল ড্রাগস ল্যাবরেটরি। ৩ কিদও স্ট্রিট, কোলকাতা-৭০০০১৬।
- আবেদনের শেষ তারিখ- ২০শে এপ্রিল।
- ওয়েবসাইট- https://cdsco.gov.in
Social Plugin