Latest News

6/recent/ticker-posts

Ad Code

নতুন পৃথিবীর স্বপ্নে বিভোর "কণ্ঠে কলমে"

দীর্ঘ মেয়াদী লক ডাউনে সাধারণ মানুষের নাভিশ্বাস অবস্থা। এরই মাঝে দিনহাটার একটি সাহিত্য সাংস্কৃতিক গোষ্ঠীর "কন্ঠে কলমে"র উদ্যোক্তারা গান বাঁধলেন এই সংকটের দিনেও নতুন আলোর আশায়।

এর আগেও তারা স্বরচিত গান ,কবিতা ও স্বল্প দৈর্ঘ্যের ভিডিও তৈরি করে তাদের ইউটিউব চ্যানেলর মাধ্যমে সর্বদাই সুস্থ্য ও রুচিশীল সংস্কৃতির বার্তা দিয়েছে সমাজকে।




এবারে এই লক ডাউনের মধ্যে তাদের এই গান মানুষের মনে আশার আলো নিয়ে আসবে বলে তাদের ধারণা। গানটি লিখেছে মৃগাঙ্ক সরকার এবং সুর ও কন্ঠে দেবাঞ্জন রায়।


Ad Code