Latest News

6/recent/ticker-posts

Ad Code

রক্তদান শিবিরের আয়োজন করে হেনস্থার শিকার বাম, মুখ্যমন্ত্রীকে চিঠি ড. সুজন চক্রবর্তীর


করোনা সংক্রমণ ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে চারিদিকে। অন্যদিকে রক্ত সংকটে ভুগছে রাজ্যের বিভিন্ন হাসপাতাল। রক্তের অভাবে বহু মানুষ প্রাণ হারাচ্ছেন। থ্যালাসেমিয়া আক্রান্ত সহ বহু মানুষ বিপদে। এই পরিস্থিতিতে রক্তদান শিবিরের আয়োজন করে হেনস্থার শিকার হতে হচ্ছে। এই অভিযোগে খোলা চিঠি মুখ্যমন্ত্রীকে লিখলেন ড. সুজন চক্রবর্তী।

তাঁর স্পষ্ট অভিযোগ, সরকার রক্তের যোগান দিতে ব্যর্থ। অথচ রক্তদান শিবির করতেও বাধা দিচ্ছে। রক্তদান শিবির করলে চোখ রাঙাচ্ছে। এমনকি গ্রেফতারও করছে। এজিনিস কোনওভাবেই বরদাস্ত করা হবে না বলে জানিয়েছেন বর্ষীয়ান সিপিআইএম নেতা। অবিলম্বে এধরনের 'অসভ্যতা' বন্ধের আর্জি জানিয়েছেন মুখ্যমন্ত্রীর কাছে। সাথে সাথে চিঠিতে স্পষ্ট ভাবে তিনি জানিয়ে দেন, মানুষের সমস্যা যেন না সেদিকটা নিশ্চিত করার কথা জানান তিনি। তিনি আরও লেখেন, রাজনীতি করার সময় এটা নয়। মানুষের পাশে থাকা জরুরী, মানুষকে সার্বিকভাবে বাঁচানোই এখন মূল কাজ। অনুপ্রেরনা নয়, চিকিৎসা ও সমাজ বিজ্ঞানের নীতি মেনেই করোনা বিরুদ্ধে লড়াই করার কথা বলেন। 

এদিকে, রাজ্য পুলিশের রক্ত দান শিবির নিয়ে বেশ খুশি প্রকাশ করেন তৃণমূল নেত্রী। সারাদিন কাজ করে রক্ত দান করে পুলিশেরা। এরজন্য, পুলিশকে বাহবাও দিয়েছেন মুখ্যমন্ত্রী। এ প্রসঙ্গ টেনে সূজন চক্রবর্তী বলেন, পুলিশ রক্ত দিলে সাধুবাদ, অন্য রক্ত দান শিবির করতে পারবে না। এটা কার মস্তিস্কপ্রসূত?  

Ad Code