করোনা পরিস্থিতির জের, দেশ জুড়ে ২১ দিনের লক ডাউন চলছে। এর মাঝে সমাজের দুঃস্থ, দিন এনে দিন খাওয়া মানুষেরা প্রতিবেলায় ক্ষুদার যন্ত্রনায় কাঁতর। কাজ বন্ধ হয়ে যাওয়ায় দু-বেলা দুমুটো খাওয়ার আনার মতো পরিস্থিতি নেই বেশ কিছু পরিবারের। 

সীমান্তবর্তী এলাকা দিনহাটা ওকড়াবাড়ী অঞ্চলের কাউরাই গ্রামের এরকম বেশ কিছু দুঃস্থ পরিবারের পাশে দাঁড়ালো গ্রামেরই ছেলে মফিদুল ইসলাম। এদিন গ্রামের ৩৫ থেকে ৪০টি দুঃস্থ পরিবারের হাতে চাল, ডাল, আলু, সয়াবিন ও সাবান তুলে দেন তিনি। সাথে সাথে সরকারী বিধিনিষেধ মেনে চলার করার আবেদনও জানান তাঁদের। 

মফিদুল ইসলাম জানান, "এই সংকটময় পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়াতে পারলেই আমি খুশি। এই গ্রামেরই ছেলে আমি, আমিই যদি আমার দায়িতব- কর্তব্য এড়িয়ে যাই তবে চলবে কই করে? এত মানুষ অনাহারে দিন যাপন করবে এটা মেনে নেওয়া সম্ভব নয়। সবাই তো আমরাই ভাই-চাচা একই গ্রামবাসী।" 

এদিনের এই কর্মযজ্ঞে মফিদুল ইসলামের সাথে সহযোগিতার হাত বাড়ান ওই গ্রামেরই ছেলে ফিরোজ রহমান। খাদ্য সামগ্রী পেয়ে বেশ খুশি পরিবারগুলি। সাহায্যের হাত বাড়িয়ে দিতে পেরে সাথে সাথে খুশি এনারাও। 

মফিদুল ইসলামের ভূয়সী প্রশংসা করে স্বেচ্ছাসেবী সংস্থা 'সার্কেল' এর সিইও আরিফ হোসেন জানান, "উনি খুব ভালো মানুষ। বিভিন্ন সময় আমরা হাটে বাজারে ওনাকে অসহায়, দরিদ্র মানুষের পাশে দাড়াতে দেখেছি। ওনার এই উদ্যোগে আমি বেশ খুশি।"