'সোশ্যাল ডিস্ট্যান্সিং' বজায় রাখতে দিনহাটা ২ নং ব্লকে 'আপনার বাজার' এর সূচনা
এখনও পর্যন্ত প্রতিষেধক আবিষ্কার না হওয়া করোনা ভাইরাস থেকে দূরে থাকার একমাত্র উপায় অন্যদের থেকে দূরে থাকা অর্থাৎ 'সোশ্যাল ডিস্ট্যান্সিং'। লকডাউনে দোকানপাট, হাট বাজার সব বন্ধ রয়েছে, শুধু নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর জরুরি পরিষেবার সাথে খোলা রয়েছে মুদিখানা ও সব্জি বাজার। কিন্তু এই সব্জি বাজারেই জনসাধারণের পক্ষে নিরাপদ দূরত্ব মানা কঠিন হয়ে যাচ্ছে। প্রশাসন উদ্যোগ নিলেও ভিড় বেড়েই চলেছে। এই অবস্থায় একটু অন্যরকম রাস্তায় হাঁটল দিনহাটা ২নং ব্লকের প্রত্যন্ত গ্রাম কিশামত দশগ্রাম। স্থানীয় বিদ্যালয়ের শিক্ষক শ্রী সৈকত সরকারের ভাবনায় ও উদ্যোগে শুরু হলো 'আপনার বাজার'। অর্থাৎ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী নিয়ে স্বয়ং বাজারই চলে যাবে আপনার ঘরের দোরগোড়ায়। এই শুভকাজে তিনি পাশে পেয়েছেন স্থানীয় প্রশাসন ও এলাকার যুবকদের।
কি নেই এই 'আপনার বাজার' এ? হেঁশেলের যাবতীয় সামগ্রীর সাথে সাথে আপনার অন্যান্য নিত্যপ্রয়োজনীয় জিনিসও পেয়ে যাবেন আপনার সাধ্যের মধ্যে ন্যায্যমূল্যে। এই উদ্যোগের সূচনালগ্নে সেখানে উপস্থিত ছিলেন দিনহাটা ২ নং ব্লকের জয়েন্ট বিডিও শ্ৰী বিপ্লব কুমার ঘোষ, স্থানীয় পঞ্চায়েত শ্রী চন্দ্রশেখর রায় মহাশয়।
শিক্ষক শ্রী সৈকত সরকার বলেন, "এই লকডাউনে বাজারে নিরাপদ দূরত্ব মেনে চলা খুবই কঠিন কাজ যা এই ভয়াবহ পরিস্থিতিতে একান্ত প্রয়োজনীয়। এছাড়াও যেসব বাড়ির পুরুষ কর্মসূত্রে বাইরে থাকেন অথবা বাড়ির মহিলা ও বয়স্ক দের কথা মাথায় রেখেই এই 'আপনার বাজার' তৈরির কথা মাথায় আসে আমার। আমার এই কাজে পাশে থাকার জন্য এলাকার যুবকদের সাথে সাথে দিনহাটা ২নং ব্লকের বিডিও, জয়েন্ট বিডিও ও স্থানীয় গ্রাম পঞ্চায়েত মহাশয়কেও ধন্যবাদ জানাই।"
Social Plugin