করোনা ভাইরাসের কারনে দেশজুড়ে লকডাউন চলছে। সমস্ত স্পোর্টস টুর্নামেন্ট এর আয়োজনের ওপর স্থগিতাদেশ জারি হয়েছে। বাস, ট্রেনের সাথে সাথে বন্ধ আন্তর্জাতিক উড়ান। এই অবস্থায় ক্রোড়পতি ক্রিকেট লীগ IPL স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার বোর্ড কর্তাদের সাথে বৈঠকের পর সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় আটটি ফ্র্যাঞ্চাইজিকে জানিয়ে দেয় 'পরবর্তী নোটিশ পর্যন্ত IPL 2020 হচ্ছে না।'

এই পরিস্থিতিতে IPL 2020 আয়োজনের জন্য ভারতীয় বোর্ডকে প্রস্তাব দেয় শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। বোর্ড সভাপতি শামী সিলভা জানিয়েছেন, টুর্নামেন্ট আয়োজনের জন্য পর্যাপ্ত পরিকাঠামো রয়েছে শ্রীলঙ্কার। বর্তমানে এখানেও অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি থাকলেও তিনি আশাবাদী জনসংখ্যা কম হওয়ায় ভারতের আগেই শ্রীলঙ্কার পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে।

প্রসঙ্গত, ভারতের তুলনায় শ্রীলঙ্কায় করোনার সংক্রমণ অনেকটাই কমে।এখনও পর্যন্ত দ্বীপরাষ্ট্রে করোনায় আক্রান্তের সংখ্যা মাত্র ২৩৮ এবং মৃত্যু হয়েছে ৭ জনের।