২১ দিনের লক ডাউন চলছে সারা দেশে। এর মাঝেও বাড়ছে সংক্রমণের হার। ভারতের জনগণ এখন একটাই কথা ভাবছে, ১৫ই এপ্রিল কি উঠবে লক ডাউন। কেন্দ্র সরকারের তরফ থেকে লক ডাউন বাড়াবার কথা এখনও কোনো কিছুই জানায়নি। এর মাঝেই আগামী ৩০ এপ্রিল পর্যন্ত বুকিং বন্ধ রাখার সিদ্ধান্ত ঘোষণা করে আইআরসিটিসি। 

কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় ১৫ই এপ্রিল থেকে বুকিং পুনরায় শুরু হবে বলে গুজব ছড়ালেও তাতে জন ঢেলে দিয়ে রেল কর্তৃপক্ষ জানায়, ২১ দিনের লকডাউন ঘোষণা হওয়ায় ১৫ তারিখের পরে যাত্রার জন্য নির্ধারিত ট্রেনগুলির বুকিং বন্ধই করা হয়নি। তাই 'বুকিং শুরু হয়েছে', বলাটা ভুল। সংবাদমাধ্যমের একাংশও এই ভুল খবর প্রচার করছে বলে জানিয়ে দেয় রেল মন্ত্রক।

এরপর একাধিক সংবাদ মাধ্যমে কানাঘুষো শুরু হয় পুনরায় রেলযাত্রা নিয়ে। গত দু দিন ধরে ,বিভিন্ন সংবাদ মাধ্যমে ট্রেন যাত্রীদের যাতায়াতের ব্যাপারে সম্ভাব্য নিয়মকানুন সম্পর্কিত বেশকিছু প্রতিবেদন প্রকাশিত হয়েছে। সেখানে তারিখ দিয়ে কত সংখ্যক ট্রেন চালানো হবে তাও উল্লেখ করা হয়েছে।

এর প্রেক্ষিতে রেলের পক্ষ থেকে জানানো হয়েছে যে, যদি এই বিষয়ে কোন সিদ্ধান্ত নেওয়া হয়, তাহলে অবশ্যই সংবাদ মাধ্যমের দৃষ্টি আকর্ষণ করা হবে। তাই আগে থেকে এ ধরনের অসম্পূর্ণ প্রতিবেদন প্রকাশ করার প্রয়োজন নেই এবং অস্বাভাবিক সময়ে মানুষের মনের মধ্যে অযথা জল্পনা সৃষ্টিও এড়িয়ে যাওয়া উচিত।

এই কারনে জল্পনা তৈরি করতে পারে এ ধরনের অসমর্থিত এবং যাচাইহীন কোন প্রতিবেদন প্রকাশ না করার জন্য সংবাদ মাধ্যমকে রেলের পক্ষ থেকে পরামর্শ দেওয়া হয়েছে।

লকডাউনের পরবর্তী সময়ে রেল যাত্রা বিষয়ে রেল, তার যাত্রীদের কথা মাথায় রেখে এবং অনান্য অংশীদারদেরস্বার্থের কথা ভেবে সম্ভাব্য সেরা সিদ্ধান্তই গ্রহণ করবে। যখন যেরকম সিদ্ধান্ত গ্রহণ করা হবে, তা সংশ্লিষ্ট সব পক্ষকে জানিয়ে দেওয়া হবে বলেও জানানো হয়েছে।