Latest News

6/recent/ticker-posts

Ad Code

কোভিড সংক্রমণ চিহ্নিত করতে আরটি-পিসিআর টেস্টকেই প্রথম সারিতে রাখা হচ্ছে: ICMR



বৃহস্পতিবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চের (আইসিএমআর)ডিরেক্টর জেনারেল বলরাম ভার্গব জানালেন কোভিড-১৯ সংক্রমণ ধরার সবচেয়ে কার্যকরি ও বৈজ্ঞানিক পদ্ধতি হল আরটি-পিসিআর টেস্ট (রিভার্স ট্রান্সক্রিপশ-পলিমারেজ চেন রিঅ্যাকশন)। তিনি বলেন, কোভিড সংক্রমণ চিহ্নিত করার যে স্ট্র্যাটেজি ঠিক হয়েছে তার মধ্যে আরটি-পিসিআর টেস্টকেই প্রথম সারিতে রাখা হচ্ছে। 

র‍্যাপিড অ্যান্টিবডি স্ক্রিনিং টেস্টে খরচ অনেক কম এবং খুব কম সময় রোগীর থেকে নেওয়া নমুনা পরীক্ষা করা যায়। তবে সম্প্রতি র‍্যাপিড টেস্ট কিটে নানারকম ত্রুটির অভিযোগ আসায়, এই টেস্ট কিটের ব্যবহার আপাতত বন্ধ রাখারই সিদ্ধান্ত নিয়েছে আইসিএমআর। এদিন বৈঠকে বলরাম ভার্গব বলেন, ভাইরাসের সংক্রমণ হয়েছে কিনা সঠিক ও নির্ভুল উপায় জানতে সবচেয়ে কার্যকরি পদ্ধতিই হল এই আরটি-পিসিআর টেস্ট। রিভার্স পলিমারেজ চেন রিঅ্যাকশন পদ্ধতিতে ভাইরাসকে শনাক্ত করা সম্ভব হয়, যেটা আর কোনও টেস্ট কিট করতে পারে না। 

অ্যান্ডিবডি টেস্টের পরেও কোভিড-১৯ পজিটিভ কিনা জানতে হলে আরটি-পিসিআর টেস্টই করতে হয়। নমুনায় আরএনএ ভাইরাল স্ট্রেন রয়েছে কিনা সেটা সঠিকভাবে বলে দিতে পারে এই আরটি-পিসিআর টেস্ট।অ্যান্ডিবডি স্ক্রিনিং টেস্ট তা অনেক সময়েই নিশ্চিত তথ্য দেয় না।

Ad Code