করোনার দাপট সারা বিশ্বে। একে একে হাজার হাজার প্রাণ ছিনিয়ে নিয়েছে করোনা ভাইরাস। করোনার মারণ থাবায় বহু পরিবার হারিয়েছে তাঁর ছেলে, মেয়ে, বাবা, মা কেউবা তাঁর স্বামীকে কেউবা স্ত্রীকে। মারণ এই ভাইরাসের ছোবলে আমেরিকায় এক ৩২ বছর বয়সী যুবকের প্রাণ গেছে। এক মাস ধরে করোনা সাথে লড়ে মৃত্যু হয় ওই যুবকের। 

মৃত্যুর খবর শুনে হাসপাতালে ছুটে এসেও দূর থেকেই লাশ দেখতে হয় স্ত্রীকে। এক বুক ব্যাথা নিয়ে হাসপাতাল থেকে তাঁর স্বামীর মোবাইল পান তিনি। ফোন খুলেই এক মর্মান্তিক নোট পান স্ত্রী। মরার আগে স্ত্রীর জন্য নোট লেখেন তিনি।

স্ত্রীর উদ্দ্যেশে ওই নোটে যুবক লিখেছেন, "আমার জীবনের সেরা স্ত্রী তুমি। তোমাকে ছাড়া আমার জীবন পুরো হত না। আমি একজন গর্বিত বাবা। না চাইতেই আমাকে সব দিয়েছ তুমি। মৃত্যুর পরও আমি তোমায় ভালবাসতে চাই।" এই নোট দেখে আবেগে ভেসে যান স্ত্রী। ট্যুইটারে নোট শেয়ার করেছেন স্ত্রী।