Latest News

6/recent/ticker-posts

Ad Code

করোনা মোকাবিলায় পথ লিখন THE HELPING HAND -এর


করোনার করাল গ্রাসে বিশ্ব। দেশ জুড়ে চলছে লক ডাউন। এই লক ডাউনের জেরে কত অসহায় দুঃস্থ মানুষের হাহাকার শোনা যায় চারপাশে। এই দুঃস্থ অসহায় মানুষের পাশে সবাই দাঁড়াতে চায় সাধ্যমতো। দেশের গ্রাম থেকে শহরে সর্বত্র সরকারের সাথে সাথে এই সাহায্যের হাত বাড়াতে দেখা গেছে বিভিন্ন সংগঠনকে। 

শুকারুর কুঠিতে 2018 সালে আত্মপ্রকাশ করেছিল THE HELPING HAND নামক একটি সংস্থা। তাঁদের প্রথম থেকে নিয়মিত মানুষের জন্য ,সমাজের জন্য কিছু কিছু করার প্রচেষ্টা। এই মহামারীতে সর্বদা মানুষকে করোনা বিষয়ক সচেতনতা ও করোনা থেকে রক্ষার বিভিন্ন উপায়গুলি সকলকে বুঝিয়ে দিয়ে চলছে। 

লক ডাউন নিয়ম মেনে সকলকে বাড়িতে থাকার পরামর্শ দিচ্ছেন তাঁরা। এদিন শুকারুর কুঠি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পথ লিখন লেখা হলো সংস্থার পক্ষ থেকে। বাড়িতে থাকুন ,সুস্থ থাকুন।Stay home-Stay safe । এভাবেই করোনা মোকাবিলায় নিজেদেরকে নিয়োজিত করেছে THE HELPING HAND ।

Ad Code