২১ দিনের লকডাউন ঘোষণার পর আজ পুনরায় প্রধানমন্ত্রী দেশবাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখেন।এই নিয়ে করোনা পরিস্থিতিতে চতুর্থবার দেশের মানুষের প্রতি ভাষণ দিলেন প্রধানমন্ত্রী। দেশে লকডাউনের মেয়াদ ৩ মে পর্যন্ত জারি রাখার ঘোষণা করা হলেও প্রধানমন্ত্রী বলেন মূলত ২০ এপ্রিল পর্যন্ত সমস্ত রাজ্যের দিকে সজাগ দৃষ্টি রাখা হবে। কোথায় কোথায় করোনা সংক্রমণ বাড়ছে সেদিকে খেয়াল রাখা হবে। যে যে অঞ্চলে দেখা যাবে নতুন করে আর করোনা সংক্রমণ ছড়াচ্ছে না, সেখানে সেখানে ২০ এপ্রিলের পর থেকে লকডাউনের ক্ষেত্র থেকে কিছু কিছু ছাড় দেওয়া হবে।

তিনি জানান অন্যদেশের তুলনায় ভারত করোনা প্রতিরোধে এগিয়ে। অন্য দেশের তুলনায় ভারত এখনো ভালো রয়েছে বলে তিনি জানান। এই জন্য সমস্ত দেশবাসী যে ত্যাগ করছেন তার প্রশংসা করেন। বাবাসাহেব ভীমরাও আম্বেদকরের জন্মদিনে এটা আমাদের শ্রদ্ধার্ঘ্য। 

তিনি বলেন-
১। আগামী একসপ্তাহ করোনা মোকাবিলায় গুরুত্বপূর্ণ সময়।দেশে লকডাউনের মেয়াদ ৩ মে পর্যন্ত জারি রাখার ঘোষণা। 

২। ২০ এপ্রিল পর্যন্ত লকডাউন কতটা পালন হচ্ছে তা দেখা হবে। যে সমস্ত এলাকায় লকডাউন সঠিক ভাবে পালন হবে, সেখানে কিছু ক্ষেত্রে নিয়ম শিথিল করা হবে।

৩। আগামীকাল সরকারি ভাবে  গাইডলাইন দেওয়া হবে।

৪।  প্রধানমন্ত্রী  গরিব কল্যান যোজনার মধ্যদিয়ে সাধারণ মানুষের উপকার করা হচ্ছে।

৫। রেশন থেকে ঔশুধের পর্যাপ্ত যোগান রয়েছে দেশে।

৬। সপ্তমার্গের কথা বলেন- নিজেদের ঘরে বয়স্ক মানুষের যত্ন রাখুন, লকডাউন এবং স্যোসাল ডিস্টান্সিং পালন, ঘরে বানান মাস্কের ব্যবহার, ইমিউনিটি বাড়ানোর জন্য আয়ুশ মন্ত্রকের উপদেশ পালন, আরোগ্য সেতু মোবাইল app ডাউনলোড করুন এবং অন্যকেউ করতে বলুন, গরীব পরিবারের দিকে খেয়াল রাখুন, শ্রমিক-কর্মচারীদের কাজ থেকে বাদ দিবেন না, করোনা মোকাবিলায় যারা রয়েছেন তাদের সম্মান করতে বলেন। এই সাত পথ করোনা থেকে বিজয়ের সোপান বলে প্রধানমন্ত্রী জানান।   

বিস্তারিত আসছে...