লকডাউনে অসহায় দুঃস্থ মানুষের পাশে দাঁড়িয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন অনেকেই। নিত্যপ্রয়োজনীয় জিনিসের সাথে করে দিচ্ছেন অন্নসংস্থানও। কিন্তু এই লকডাউন পরিস্থিতিতে যাযাবর মানুষদের কথা কয়জন ভেবেছেন? যেকোন প্রাকৃতিক বিপর্যয় বা পিছিয়ে পড়া মানুষদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া গ্রীন ভ্যালি এগিয়ে এল যাযাবরদের সাহায্যে।
  
    শনিবার গ্রীন ভ্যালি বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে ও রাস্তায় রাস্তায় কাজ করে বেড়ানো যাযাবরদের পাশে দাঁড়ায়। তাদের হাতে তুলে দেওয়া হয় চাল, ডাল, আলু, পেঁয়াজ ও শাকসব্জি। শুকনো খাবার হিসেবে দেওয়া হয় বিস্কুট ও মুড়ি।

    খাদ্যসামগ্রী তুলে দেওয়ার পাশাপাশি গ্রীন ভ্যালির সদস্যরা যাযাবরদের হাতে বেবি ফুডও তুলে দেয়। এছাড়াও তাদের মাস্ক বিলি করে তাদের করোনা মোকাবিলায় স্বাস্থ্যবিধি মেনে চলার জন্যও প্ৰয়োজনীয় পরামর্শ দেয়।