করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে প্রতিনিয়ত। করোনা সংক্রমণ রুখতে দেশ জুড়ে চলছে ২১ দিনের লক ডাউন। কিন্তু এই লড়াইয়ের চেয়েও বড় লড়াই হল পেটের লড়াই। মধ্যবিত্তরা তো যেভাবেই হোক লকডাউনের এই কদিন খাদ্য মজুত করেছে। কিন্তু দুঃস্থ অসহায়রা যাবে কোথায়! একদিকে করোনা আতঙ্ক , অন্যদিকে পেটের জ্বালা । এই দুইয়ের মাঝে পিষে যাচ্ছে দুঃস্থরা।
তাদের কথা চিন্তা করে দুঃস্থ অসহায়দের পাশে দাঁড়ালেন শ্রমজীবী সংহতি উত্তরবঙ্গের মেহেন্দীগছ শাখা এবং নির্বাণ গ্রুপের সদস্যরা।
গতকাল জলপাইগুড়ি জেলার মেহেন্দীগছ মৌজার অন্তর্গত খেরিপাড়া, জয়ন্তীকলোনি এবং মেহেন্দীগছ এই তিনটি গ্রামের ৪৫ টি পরিবারকে ৪ কেজি চাল ২ কেজি আলু ২০০ গ্রাম সোয়াবিন এবং দু'টা করে সাবান বিতরণ করা হয় ।
শ্রমজীবী সংহতি উত্তরবঙ্গের জলপাইগুড়ি শাখার কো-অর্ডিনেটর প্রিয়াঙ্কা রায় জানান -'তাদের উদ্দেশ্য এই সঙ্কটের সময় দুঃস্থ ও অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া ।'
নির্বাণ গ্রুপের অর্ডিনেটর নীলোৎপল রায় জানিয়েছেন-'সবাই এগিয়ে আসুক এবং তাদের পাশে থেকে নিজেদের সাধ্যমত সাহায্যের হাত বাড়িয়ে দিক।'
Social Plugin