Latest News

6/recent/ticker-posts

Ad Code

শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন কিংবদন্তী ফুটবলার চুনী গোস্বামী


ফের নক্ষত্র পতন। করোনা আবহেই গতকাল ইরফান খান আজ সকালে ঋষি কাপুর আর বিকেলেই দেশের ফুটবলার তারকা চুনি গোস্বামী। দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার পর বৃহস্পতিবার বিকেল পাঁচটায় একটি বেসরকারি নার্সিংহোমে শেষ নিশ্বাস ত্যাগ করেন বিখ্যাত এই ফুটবলার। আর ঠিক মাস খানেক আগেই দেশ হারিয়েছিল আরও এক কিংবদন্তী ফুটবলার প্রদীপ কুমার বন্দ্যোপাধ্যায় অর্থাত্‍ পিকে। আর এবার চুনি গোস্বামী। মৃত্যু কালে ৮৩ বছর বয়সে তাঁর জীবনাবসান হয়।


চুনী গোস্বামী বর্তমান বাংলাদেশের কিশোরগঞ্জে জন্মগ্রহণ করেন। তার আসল নাম সুবিমল গোস্বামী। 


তিনি ১৯৪৬ থেকে ১৯৫৪ খ্রিষ্টাব্দ পর্যন্ত মোহনবাগানের জুনিয়র দলে খেলেন। এরপর ১৯৫৪ থেকে ১৯৬৮ অবধি মোহনবাগানের মূল দলে খেলেন। তিনি ১৯৬০ থেকে ১৯৬৪ খ্রিষ্টাব্দ অবধি মোহনবাগানের অধিনায়ক ছিলেন। এই সময়ে মোহনবাগান ডুরান্ড কাপ সহ বহু প্রতিযোগিতায় ভাল ফল করেছিল। ১৯৬২ খ্রিষ্টাব্দে জাকার্তায় এশিয়ান গেমসের সোনা জয় ভারতীয় অধিনায়ক হিসেবে তাঁর বড়ো কৃতিত্ব। তাঁর অধিনায়কত্বে ভারতীয় ফুটবল দল ১৯৬৪ সালে এশিয়ান কাপে রানার্স হয়েছিল। মাত্র ২৭ বছর বয়সে ১৯৬৪ সালে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান গোস্বামী।

credit: wikipedia

ক্রীড়াক্ষেত্রে বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন চুনি গোস্বামী। শুধু ফুটবল নয়, ক্রিকেট এবং টেনিসেও সমান পারদর্শী ছিলেন তিনি। বাংলার হয়ে প্রথমশ্রেণির ক্রিকেট খেলেন তিনি। টেনিসে ও ব়্যাকেটে হাতে তাঁর প্রতিভা প্রশংসনীয়।

১৯৬৩ খ্রিষ্টাব্দে চুনী গোস্বামী অর্জুন পুরস্কার এবং ১৯৮৩ খ্রিষ্টাব্দে পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন। ২০০৫ সালে তিনি মোহনবাগান রত্ন পান।

information credit: wikipedia

Ad Code