ডাক্তার, নার্সদের প্রতি শ্রদ্ধা জানাতে জন্ম "একলা মন"
আবেগের কোনো মানে হয় না। আবেগের কোনো কারন হয় না। ঠিক এমন এক শর্ট ফিল্মের জন্ম দিল পরিচালক সুভম দত্ত। এস ডি পি ভেঞ্চারের প্রযোজনাতে মুক্তি পেল শর্ট ফিল্ম "একলা মন"। গৃহবন্দী অবস্থায় পরিচালক এই ছবির জন্ম দিয়েছেন। অভিনয় করেছেন অভিনেতা শুভাশিস দত্ত ও অভিনেত্রী অনুরুপা চক্রবর্তী। বাবা আর মেয়ের একটি মিষ্টি গল্প ধরা পরেছে ছবিতে। মেয়ে প্রফেশনে নার্স। বর্তমান অবস্থাকে তুলে ধরেছেন পরিচালক ছবিতে।
নিয়মিত আপডেট
পেতে আমাদের ফেসবুক
পেজে যুক্ত হতে
ক্লিক করুন পাশের
লিঙ্কে
|
|
নিয়মিত আপডেট
পেতে আমাদের ফেসবুক
গ্রুপে যুক্ত
হতে ক্লিক করুন
পাশের লিঙ্কে
|
|
নিয়মিত আপডেট
পেতে আমাদের whatsapp
গ্রুপে যুক্ত
হতে ক্লিক করুন
পাশের লিঙ্কে
|
Covid - 19 এর জন্য সমস্ত ডাক্তার, নার্স আমাদের সেবায় নিযুক্ত। বাড়িতে আসার সময় ও পায় না ঠিক মতো। কিন্তু বাড়িতে আমরা অপেক্ষা করি আমাদের ভালোবাসার মানুষের জন্য। অপেক্ষা করলে ও কিছু করার নেই। কারন মানুষের সেবায় নিজেদের নিযুক্ত করেছেন সবাই। এক বাবা মেয়ের অভিমানের গল্প ধরা পরেছে গল্পে। আবেগের ভাষাতে ভাসলো সমস্ত দর্শক।
ছবির স্টোরি, কনসেপ্ট ও ডাইলগ লিখেছেন নন্দিনী দাস। এর আগেও নন্দিনী দাস তার কলমের জাদুতে মানুষের মন কেড়েছেন বারবার।
Social Plugin