করোনা আবহেই কেঁপে উঠল ভূমি। মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল পশ্চিমবঙ্গের রাঢ় অঞ্চল! বুধবার সকালেই বাঁকুড়া জেলায় অনুভূত হয় কম্পন। বুধবার প্রথমে প্রথম ১১. ১৯ মিনিটে ও পরে সকাল ১১.২৪ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে প্রথমবার কম্পনের মাত্রা ছিল ৫.৪ ও দ্বিতীয় বার কম্পনের মাত্রা ছিল ৪.১। তবে বাঁকুড়া ছাড়াও, পুরুলিয়ার একাধিক অঞ্চল, দুর্গাপুর, আসানসোলও কেঁপে ওঠে। 

আবহাওয়া দফতরের এক অধিকর্তা আরও জানান পৃথিবীর পৃষ্ঠ থেকে ১৫ কিমি গভীরতায় ২৩.৫ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৮৭.১ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে এই ভূমিকম্পটি ঘটে।

এদিন প্রথমবার কম্পন অনুভূত হওয়ার সঙ্গে সঙ্গেই লক ডাউন চললেও বাড়ি থেকে রাস্তায় বেরিয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। পরে আতঙ্ক কাটিয়ে ঘরে যায় মানুষ। 

আতঙ্ক ছড়িয়ে পড়ে তাঁদের মধ্যে। তবে ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি।