করোনা সংক্রমণ ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে। প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা। আর যে হারে বাড়ছে তাতে জনগণদের আরও বেশি সচেতন হওয়া দরকার। সচেতনতা বৃদ্ধি করতে তৎপর কেন্দ্র ও রাজ্য সরকার। করোনা সংক্রমণ কিভাবে রোখা যায় তার চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশে ২১ দিনের লক ডাউন চলছে সারা দেশ জুড়ে। 


এর আগে দিনহাটা থানা ও দিনহাটা মহকুমা শাসকের করণ থেকেও প্রত্যন্ত গ্রাম ও শহর এলাকায় সচেতনতা বৃদ্ধি করার সম্পূর্ণ প্রচেষ্টা চালানো হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে লিফলেট বিলি, মাইকিং-সহ একাধিক ভাবে সচেতনতা বাড়িয়ে চলছে প্রশাসন। তবে এবার এক অন্য প্রক্রিয়ায় সেই সচেতন বার্তা পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছে দিনহাটা থানা। দিনহাটা মেইন রোডে বেশ কিছু জায়গায় সচেতন বার্তা ও করোনা ভাইরাসের ছবি আঁকা হল। সাথে 'বাড়িতে থাকুন, সুস্থ থাকুন' ইত্যাদি সচেতন বার্তাও লেখা হয়েছে। যাতে জনগণ চলার পথে এসব লক্ষ করে সচেতন হন সেই প্রচেষ্টা প্রশাসনের।

Credit: Rathindra Nath Saha fb