Latest News

6/recent/ticker-posts

Ad Code

অভিনব সচেতন বার্তা দিনহাটা পুলিশের


করোনা সংক্রমণ ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে। প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা। আর যে হারে বাড়ছে তাতে জনগণদের আরও বেশি সচেতন হওয়া দরকার। সচেতনতা বৃদ্ধি করতে তৎপর কেন্দ্র ও রাজ্য সরকার। করোনা সংক্রমণ কিভাবে রোখা যায় তার চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশে ২১ দিনের লক ডাউন চলছে সারা দেশ জুড়ে। 


এর আগে দিনহাটা থানা ও দিনহাটা মহকুমা শাসকের করণ থেকেও প্রত্যন্ত গ্রাম ও শহর এলাকায় সচেতনতা বৃদ্ধি করার সম্পূর্ণ প্রচেষ্টা চালানো হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে লিফলেট বিলি, মাইকিং-সহ একাধিক ভাবে সচেতনতা বাড়িয়ে চলছে প্রশাসন। তবে এবার এক অন্য প্রক্রিয়ায় সেই সচেতন বার্তা পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছে দিনহাটা থানা। দিনহাটা মেইন রোডে বেশ কিছু জায়গায় সচেতন বার্তা ও করোনা ভাইরাসের ছবি আঁকা হল। সাথে 'বাড়িতে থাকুন, সুস্থ থাকুন' ইত্যাদি সচেতন বার্তাও লেখা হয়েছে। যাতে জনগণ চলার পথে এসব লক্ষ করে সচেতন হন সেই প্রচেষ্টা প্রশাসনের।

Credit: Rathindra Nath Saha fb 

Ad Code