Latest News

6/recent/ticker-posts

Ad Code

লকডাউন মানছে না দেওয়ানহাট বাজার


নিজস্ব প্রতিবেদনঃ  করোনা (কোভিড ১৯) ঠেকাতে গোটা দেশব‍্যাপী লকডাউন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তু কতটা সচেতন এবং কতটা মানছেন গ্রামের মানুষজন? সচেতনতার অভাবে দেদার গ্রামের হাট বাজারগুলোতে জমায়েত করছেন সাধারণ মানুষ। পুলিশ -প্রশাসনের টহলে ক্ষনিকের জন্য জমায়েত এড়ানো সম্ভব হলেও বারবার সেই একই চিত্র উঠে আসছে আমাদের সংবাদ একলব‍্যের ক‍্যামেরায়।

কোচবিহার জেলার দেওয়ানহাট-এ সপ্তাহে দুই দিন হাট বসে বুধবার ও রবিবার। রাজ‍্য সরকার গতকাল ঘোষোণা করেন হাট গুলিতে নিয়ন্ত্রণ রাখতে এবং সেখানে অত্যাধিক ভির না করার নির্দেশ দেন। কিন্তু সেই নিয়মের কোন তোয়াক্কা না করে আজ সকালে দেদার চলে বাজার। অনিয়মে জমায়েত হয় বহু লোক। 

কেন্দ্র সরকার এবং রাজ‍্য সরকার যেখানে সামাজিক দূরত্ব বজায় রাখার কথা বলেছেন সেখানে কর্ণপাত করছেন না সাধারণ মানুষ। তবে পরে পুলিশের হস্তক্ষেপে সেখানকার পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে। 

দেখুন সেই ভিডিও-

Ad Code