SER-10,ময়নাগুড়ি, ১ এপ্রিল : সরকারি নির্দেশিকা মেনে সকাল থেকে শুরু হলো বিনা পয়সায় রেশন বিলি। এদিন জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ির গোটা ব্লক জুড়ে সামাজিক দুরত্ব বজায় রেখে শুরু হলো রেশন বিলি।

 ময়নাগুড়ি ব্লকের সাপ্টিবাড়ী ২ নং গ্রাম পঞ্চায়েতের চৌধুরীবাড়ির উমাপ্রসাদ চৌধুরী রেশন দোকানে সকাল থেকে বিনা পয়সায় এক মাসের রেশন বিলি দেওয়া শুরু হয় আজকে থেকে এবং রেশন দেওয়ার পাশাপাশি জনসাধারণকে করোনা নামক মারন রোগের হ‍্যান্ডবিল  প্রদান করা হয়। 

প্রসঙ্গত- যাদের রেশন কার্ড আছে তারাও পাবেন এবং যাদের রেশন কার্ড নেই তারাও বিনামূল্যে রেশন নিতে পারবেন। ১ এপ্রিল থেকে সেপ্টেম্বর অব্দি রেশন পাবেন। দেখে নিন তালিকা-