pic: india today
আইএমসিটি অর্থাৎ আন্তঃ রাজ্য মন্ত্রী পরিষদের দল (IMCT) রাজ্য সফরে এসেছে। এনিয়ে আগেই ক্ষোভ প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও মুখ্যসচীব। কেন্দ্রীয় এই দলের রাজ্য সফর ঘিরে সংঘাত চরমে উঠেছিল মুখ্যমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের। এবার ক্ষোভ প্রকাশ করলেন তৃণমূল সাংসদ ডেরেক ওব্রায়েন। 

তৃণমূল দলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও'ব্রায়েন (MP Derek O'Brien) এই দলকে সমস্যার কারণ বলে টুইট করলেন। টুইটে ওই তিনি আরও লিখেছেন, "এই পরিদর্শনের কোনও যুক্তি নেই।হটস্পটহীন জেলায় ঘুরে বেড়ানোর কোনও মানে হয় না। এই পরিদর্শনের আসল উদ্দেশ্য রাজনৈতিক ভাইরাস ছড়িয়ে দেওয়া।" 

করোনা পরিস্থিতি খতিয়ে দেখে দফায় দফায় স্বরাষ্ট্র মন্ত্রকে পাঠানো হচ্ছে পরিদর্শন রিপোর্ট বলে সূত্রের খবর। 

তারপরেই এদিন টুইট করে আইএমসিটি-কে তোপ দাগেন ডেরেক। দেখুন সেই টুইট:
এই তৃণমূল সাংসদ টুইটারে এনিয়ে একটি ভিডিও পোস্ট করেছেন টুইটারে। তাঁর কথায়, এই দলের পরিদর্শনের কোনও কারণ নেই। আসলে খেলা হল রাজনৈতিক ভাইরাস ছড়ানো।