সমগ্র বিশ্ব আজ লকডাউনে বন্দী। বাংলাদেশও তার ব্যতিক্রম নয়। সামাজিক দূরত্ব মেনে চলতে হচ্ছে সবাইকে। আর এই করোনা পরিস্থিতিতে ইনভেটিভ আইডিয়া কাজে লাগিয়ে নজর কেড়ে নিল বাংলাদেশের এক টোটো চালক।

বাংলাদেশের এক টোটো চালক তাঁর চার সিটের টোটোকে চারটি কামরায় ভাগ করে দিয়েছেন। সোশ্যাল দূরত্ব মেনে যাতে যাত্রীরা যাতায়াত করতে পারে সেই জন্যই এই প্রয়াস যুবকের। 

নিয়মিত আপডেট পেতে আমাদের ফেসবুক পেজে যুক্ত হতে ক্লিক করুন পাশের লিঙ্কে


নিয়মিত আপডেট পেতে আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হতে ক্লিক করুন পাশের লিঙ্কে

নিয়মিত আপডেট পেতে আমাদের whatsapp গ্রুপে যুক্ত হতে ক্লিক করুন পাশের লিঙ্কে



এই টোটোর ভিডিও আনন্দ মাহিন্দ্রা ট্যুইটারে শেয়ার করেছেন। নেট দুনিয়া ওই যুবকের প্রশংসায় ভরিয়ে দিচ্ছে। শুধু তাই নয় মাহিন্দ্রা গ্রুপের একজন অ্যাডভাইসার হিসেবে ওই যুবককে দেখতে চেয়েছেন আনন্দ মাহিন্দ্রা ভিডিওটে দেখুন সেই চার কামরার টোটোকে !