করোনা সংক্রমণ সারা বিশ্বে ছড়িয়ে গেছে। ভারতও বাদ পড়েনি। দিন যতই গড়াচ্ছে আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে। এমন পরিস্থিতিতে রবিবার দিল্লির 'হটস্পট'গুলিকে চিহ্নিত করে সেই স্থানগুলিকে জীবাণুমুক্ত করার কথা বলেছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আর সেই মতো শুরু হয়ে গেল সেই কাজ। 

জাপানের স্যানিটাইজ মেশিন ব্যবহার করে দিল্লিতে সকাল থেকেই শুরু হল জীবাণুমুক্তকরণের কাজ। রাজিন্দর নগর, নবি করিম এলাকা-সহ আরও কয়েকটি স্থানে পুরসভার তরফ থেকে দায়িত্ব নিয়ে স্যানিটাইজ (Sanitise) করা হচ্ছে। 

শনিবার দেশের ১৩ জন মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকের পরে সংক্রমণের গ্রাফ দেখে দেশের বিভিন্ন সংক্রমিত স্থানগুলিকে লাল, গেরুয়া ও সবুজ রঙে চিহ্নিত করারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাই দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের নির্দেশে দিল্লির সবথেকে বেশি সংক্রমিত স্থানগুলিকে সকাল থেকেই জীবাণুমুক্তকরণের প্রক্রিয়া শুরু করে। 


জীবানুমুক্তকরণ এই মেশিনটি আনা হয়েছে জাপান থেকে। স্থান বিশেষে এই মেশিনটি বিশেষভাবে কাজ করতে সক্ষম। এই মেশনটিকে সংকীর্ণ এলাকাগুলিতে নিয়ন্ত্রণ করা যায়। জীবানুমুক্ত করতে পিপিএম সোডিয়াম হাইপোক্লোরাইট ব্যবহার করা হচ্ছে বলে জানা গেছে।