করোনা মোকাবিলায় জনসাধারণের সাথে সরাসরি যোগাযোগ স্থাপনের জন্য কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক 'COVID India Seva' নামে ট্যুইটার মারফত একটি পরিষেবা চালু করেছে। করোনা সংক্রান্ত সমস্ত ধরনের প্রশ্নের উত্তর দেবে এই 'COVID India Seva'। ট্যুইটারে @CovidIndiaSeva ট্যাগ করে করোনা সংক্রান্ত যেকোনো প্রশ্ন করতে পারবেন আপনি।

    কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডঃ হর্ষবর্ধন ট্যুইট করে জানিয়েছেন, 'COVID India Seva' পরিষেবার মাধ্যমে করোনা নিয়ে জনসাধারণের সবরকম প্রশ্নের যথাযথ উত্তর দেবে স্বাস্থ্য বিশেষজ্ঞরা। এর মাধ্যমে নাগরিকদের সাথে সরাসরি যোগাযোগের রাস্তা তৈরি হবে।