করোনা সংক্রমণের জেরে গোটা বিশ্ব আজ অচল অবস্থায়, বাদ যায়নি আমাদের দেশ ও রাজ্য। করোনা সংক্রমণের জেরে সমগ্র দেশ জুড়ে চলছে লক ডাউন। লক ডাউন এর জেরে অর্থনৈতিকভাবে পিছিয়ে গিয়েছে বেশির ভাগ মানুষ। দিনরাত এক করে অবিরাম ডিউটি করে চলছে প্রশাসন। জলপাইগুড়ি আইনি পরিষেবা কর্তৃপক্ষের নির্দেশে আলিপুরদুয়ার মহকুমা আইনি পরিষেবা কমিটির উদ্যোগে কর্মরত প্যারালিগেল ভলান্টিয়াররা আলিপুরদুয়ার জেলার সমস্ত হাটে বর্তমান পরিস্থিতিতে যাবতীয় জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে আছে কি না তা খতিয়ে  দেখছেন এবং করোনা ভাইরাস নিয়ে বাড়ি বাড়ি সচেতনমূলক প্রচার করছেন প্যারালিগেল ভলান্টিয়াররা। কর্তৃপক্ষ জানায় জেলার সমস্ত ব্লক এবং গ্রাম পঞ্চায়েত এলাকার সমস্ত হাট ভিসিটিং করছেন এবং বাড়ি বাড়ি করোনা ভাইরাস নিয়ে সচেতনমূলক প্রচার করছেন।

তিনি বলেন তার সঙ্গে বিভিন্ন স্কুলে ছাত্র ছাত্রীদের  মিড ডে মিলের চাল-আলু বন্টনের ক্ষেত্রে মাস্টারমশাই দের সহযোগিতা করছেন আমাদের প্যারালিগেল ভলান্টিয়াররা।তালেস্বরগুড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৌমেন রায় বলেন আমার স্কুলে একজন প্যারালিগেল ভলান্টিয়ার আমাদের সঙ্গে যুগ্ম ভাবে সহযোগিতা করেছেন এবং তিনি সাধুবাদ জানিয়েছেন মহকুমা আইনি পরিষেবা কমিটির এই উদ্যোগ কে। মহকুমা আইনি পরিষেবা কমিটিরর অধীনে কর্মরত প্যারালিগেল ভলান্টিয়াররা জানায় জেলার সমস্ত হাটে যাবতীয় দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে আছে এবং কোনো ক্রেতারা কোনো অভিযোগ করেনি।