করোনা ভাইরাসের সংক্রমন এড়াতে সদা তৎপর প্রশাসন থেকে শুরু করে সরকার। সংক্রমন হতে পারে এরকম সম্ভাব্য সমস্ত রকমের বিষয়ে সতর্কতাসূচক নির্দেশ দেওয়া হচ্ছে। এবার রাজ্যের সমস্ত জেলাশাসক, মুখ্য স্বাস্থ্য আধিকারিক এবং করোনা হাসপাতাল সুপারদের নবান্ন থেকে নির্দেশিকা জারি করে জানানো হয় রাজ্যের যে সমস্ত হাসপাতালে করোনার চিকিৎসা চলছে বা আইসোলেশন কেন্দ্র আছে সেইসব জায়গায় মোবাইল ব্যবহার করা যাবে না। চিকিৎসক, স্বাস্থ্যকর্মী থেকে শুরু করে রোগী সবাইকেই মানতে হবে এই নির্দেশিকা।
আনন্দবাজার পত্রিকা সূত্রে জানাগেছে- মঙ্গলবার নবান্ন থেকে জারি করা ওই নির্দেশিকায় বলা হয় করোনা ভাইরাস ছড়াতে পারে মোবাইল থেকেও। তাই সকলের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হল। হাসপাতালে প্রবেশের পূর্বে নির্দিষ্ট কাউন্টারে রশিদের বিনিময়ে মোবাইল জমা দিতে হবে এবং পরে রশিদ দেখিয়ে মোবাইল নিতে হবে।
আরও জানানো হয় হাসপাতালে কর্মীদের মধ্যে সমন্বয় রাখতে এবং রোগীরা যাতে পরিবারের সাথে যোগাযোগ করতে পারেন সেজন্য রাজ্যের প্রত্যেকটি করোনা হাসপাতালে বেসিক ফোন ও ইন্টারকমের ব্যবস্থা করা হবে।
Social Plugin