![]() |
File Picture |
একইসঙ্গে দেশবাসীর জন্য আবেদন করলেন, রাস্তায় থুতু ফেলার মতো কুঅভ্যাস ত্যাগ করার। আগেই এবিষয়ে সতর্কতা জারি করা হলেও অনেকেই মানছে না এ নিয়ম। পান, গুটকা খেয়ে প্রকাশ্যে থুতু ফেলার ওপর নিষেধাজ্ঞা রয়েছে, সে কথা মন কি বাত -এ স্মরণ করালেন প্রধানমন্ত্রী। কারণ, থুতু থেকেও ছড়িয়ে পড়তে করোনা ভাইরাস। তিনি এদিন বলেন, যেখানে সেখানে থুতু ফেলার কুঅভ্যাস বরাবরের জন্য বদলান।’
পাশাপাশি তিনি বলেন, 'আমাদের স্বভাবেও পরিবর্তন এনেছে করোনা, মাস্ক এখন আমাদের জীবনের আবশ্যিক অঙ্গ। সভ্য সমাজের প্রতীক হয়ে উঠবে মাস্ক।’
Social Plugin