নবান্নে করোনা পরিস্থিতি নিয়ে শিল্প ও বাণিজ্য সভার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক এদিন বৈঠক করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মানুষের রুজি রোজগারের কথা নিয়ে চিন্তা ভাবনা করছেন তিনি। এদিনও তিনি সকলকে নিয়ম মেনে চলার কথা বলেন।

কি কি বললেন মুখ্যমন্ত্রী জেনে নিন-- 
  • রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৮৩।
  • রাজ্যে করোনায় মৃতের সংখ্যা ৫।
  • ১১ লক্ষ পিপিই-র বরাত দিয়েছে রাজ্য সরকার। ডিস্ট্রিবিউট করা হয়েছে ২ লক্ষ ৪৮ হাজার একশো।
  • ৭ লক্ষ ২০ হাজার এন ৯৫ মাস্কের বরাত দেওয়া হয়েছে। ডিস্ট্রিবিউট করা হয়েছে ১ লক্ষ ৭৮ হাজার ৭৫০।
  • এমনি মাস্ক ১২.৫লক্ষ বরাত দেওয়া হয়েছে। ডিস্ট্রিবিউট করা হয়েছে ১১ লক্ষ ৯ হাজার ৫৫০।
  • রাজ্যের মোট করোনা হাসপাতাল গড়ে উঠেছে ৬১টি।
  • রাজ্যে সরকারি কোয়ারেন্টিন সেন্টার ৫৬২টি।
  • ৫১৮৮ জন ইতিমধ্যেই ছাড়া পেয়েছেন সরকারি কোয়ারেন্টিন থেকে।
  • এখনও ৪৭১৭ জন রয়েছেন সরকারি কোয়ারেন্টিনে।
  • এখনও পর্যন্ত রাজ্যে করোনা আক্রান্ত মূলত ১১টি পরিবার।
  • রাজ্যে মোট করোনা পরীক্ষা ১৮৮৬টি।’
  • ব্যবসায়ীদের লাইসেন্স পুনর্নবীকরণের মেয়াদ বাড়িয়ে করা হল ৩০ জুন।
  • চা বাগানে ১৫ শতাংশ শ্রমিককে কাজ করার অনুমতি।
  • রোটেশন ভিত্তিক শ্রমিকদের কাজ করানোর প্রস্তাব মুখ্যমন্ত্রীর।
করোনা ভাইরাসের সংক্রমণ সংক্রান্ত নতুন একটি অ্যাপ চালুর ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। আশাকর্মীদের কাজের সুবিধার্থে নয়া ওই অ্যাপ-এর নাম ‘সন্ধানে’। করোনা ভাইরাসে আক্রান্তদের সম্পর্কে আশাকর্মীদের বিস্তারিতভাবে তথ্য জানাবে বিশেষ ওই অ্যাপ।

বিস্তারিত আসছে ......