মুখ্যমন্ত্রীর চিঠির জবাবে এবার ৫ পাতার চিঠি লিখলেন রাজ্যপাল। চিঠিতে রাজ্যপাল লিখেছেন, ‘আপনার দৃষ্টিভঙ্গি জানতে পেরে এই প্রথম উপকৃত হলাম। সাংবিধানিকভাবে আপনি ব্যর্থ, স্পষ্টভাবে জানাতে চাই। সংবিধানকে আপনারা অবজ্ঞা করছেন। ত্রাণ নিয়ে সাধারণ মানুষ প্রচন্ড কষ্টের মধ্যে আছেন। আমি যা করব, তা সংবিধানের আওতা থেকেই করব। ক্রোধ থেকেই আপনার এধরনের চিঠি।’

করোনা-আবহে রাজ্য সরকারের বিরুদ্ধে বারবারেই প্রশ্ন তুলছেন রাজ্যপাল। বৃহস্পতিবার সংঘাতের আঁচ বাড়িয়ে রাজ্যপালকে পাঁচ পাতার একটি চিঠি পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই চিঠিতে মুখ্যমন্ত্রী ওই চিঠিতে তাঁর ক্ষোভ উগরে দিয়ে রাজ্যপালের উদ্দেশ্য লিখেছেন, ‘আপনি বোধহয় ভুলে গিয়েছেন আমি নির্বাচিত মুখ্যমন্ত্রী, আর আপনি মনোনীত রাজ্যপাল। যে রাজ্যের রাজ্যপাল আপনি, সেই রাজ্যের সরকারের প্রতি আক্রমণ করাটাই আপনার কাজ হয়ে উঠেছে।’

টুইট রাজ্যপাল বলেছেন, “মুখ্যমন্ত্রীর চিঠি পেয়েছি। তবে সেখানে যা বলা হয়েছে তা একেবারেই ভুল এবং সাংবিধানিকভাবেও দুর্বল। আমি কাল সকল ১১ টায় আমার যা বলার, চূড়ান্তভাবে জানাব। রাজ্যের মানুষের আসল ছবিটা দেখা উচিত।”