এই সংকটময় পরিস্থিতিতেও কেন্দ্র সরকারের সহযোগিতা পাওয়া যাচ্ছে না বলে অনেকদিন ধরেই অভিযোগ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার প্রায় একই সুরেই অভিযোগ তুললো অভিযোগ তুলল পঞ্জাবের কংগ্রেস শাসিত সরকার।
সংবাদসংস্থা সূত্রে খবর, পাঞ্জাব সরকার তাঁদের রাজ্যের সাধারণ মানুষকে আবেদন করেছেন, কেন্দ্রীয় বঞ্চনার কারণে তাঁরা যেন আগামী ১ মে তাঁদের বাড়ির থেকে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেন। কেন্দ্রীয় সরকারের অসহযোগিতার বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ এই তেরঙ্গা উত্তোলনের আবেদন করেছে পাঞ্জাব সরকার।
Congress asks people in Punjab to raise Tricolour from their homes on May 1 to protest against Centre's “discrimination” in extending support to non-BJP ruled states amid coronavirus outbreak— Press Trust of India (@PTI_News) April 28, 2020
কেবল পাঞ্জাবই নয়, একাধিক অবিজেপি রাজ্যই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ করেছে। এমনকী দীর্ঘদিনের জোটসঙ্গী, বর্তমানে বিরোধী শিবসেনাও মাঝে কেন্দ্রকে আক্রমণ করতে ছাড়েনি।
ক্যাপ্টেন অমরিন্দর সিং টুইটারে একটি টুইটে লিখেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্রমোদি জি কে অনুরোধ করেছেন গম এমএসপিতে অযাচিত মূল্য কাটা পর্যালোচনা করার জন্য যা কৃষকদের আয়ের ক্ষতি করতে পারে। এই সঙ্কটের এই মুহুর্তে আমাদের লক্ষ্য কৃষকদের আয় বাড়ানো উচিত। তাকে এই সিদ্ধান্তটি রোলব্যাক করার জন্য সংশ্লিষ্ট দফতরের নির্দেশ দেওয়ার অনুরোধ জানান।
Have requested PM @NarendraModi Ji to review the unjustified value cut on wheat MSP which will lead to loss of income for farmers. In this hour of crisis, we should aim at increasing the income of farmers. Requested him to direct the concerned dept to rollback this decision.— Capt.Amarinder Singh (@capt_amarinder) April 28, 2020
Social Plugin